Thank you for trying Sticky AMP!!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেন্ডার ও বৈষম্য নিয়ে পোস্টার প্রদর্শনী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার, আইন, জেন্ডার ও বৈষম্য নিয়ে পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য ড. মীজানুর রহমান। ছবি: লেখক

সচেতনতাই পারে মানবাধিকার, আইন ও লিঙ্গবৈষম্য দূর করতে—এই মূল বিষয়কে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানবাধিকার, আইন, জেন্ডার ও বৈষম্য নিয়ে পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান।

গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ লিগাল এইড সাপোর্ট অ্যান্ড ট্রাস্টের (ব্লাস্ট) সেফ স্পেস গ্রুপ জবির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের শারীরিক চর্চা কেন্দ্রের উন্মুক্ত স্থানে দিনভর এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পোস্টার প্রদর্শনী অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝেই আমরা এ কাজগুলো ছড়িয়ে দিতে চাই। শুধু নারী নয়, পুরুষদের মাঝেও এ সচেতনতা তৈরি করতে চাই, যাতে সমাজে নারী-পুরুষের বৈষম্য দূর হয়।’

নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল আজিজ বলেন, সমাজে মানবাধিকার এবং জেন্ডার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ আয়োজনের মাধ্যমে বৈষম্য দূরীকরণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা তৈরি হবে।

প্রদর্শনীতে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ১৫ শিক্ষার্থীর পোস্টার স্থান পায়। প্রদর্শনীতে শ্রেষ্ঠ ৩টি পোস্টারের জন্য পুরস্কার ও স্মারক বই প্রদান করা হয়। ব্লাস্টের পক্ষে বিচারপতি নিজামুল হক পুরস্কার প্রদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ব্লাস্টের প্রতি প্রজেক্টের সঙ্গে প্রীতি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় সমাজবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ ও আইন অনুষদ ক্রিয়াশীল রয়েছে। এরই ধারাবাহিকতায় ‘সেফ স্পেস’ নামক শিক্ষার্থীদের এক দল প্রস্তুত করা হয়, যারা মানবাধিকার ও আইন এবং জেন্ডার ও বৈষম্য নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোস্টার প্রদর্শনীতে মানবাধিকার, আইন, জেন্ডার ও বৈষম্যর বিষয়গুলো তুলে ধরা হয়। ছবি: লেখক
পোস্টার প্রদর্শনীতে নারীদের ওপর নানা নিপীড়নের বিষয় তুলে ধরা হয়। ছবি: লেখক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ১৫ শিক্ষার্থীর পোস্টার প্রদর্শনীতে স্থান পায়। ছবি: লেখক
প্রদর্শনীতে শ্রেষ্ঠ ৩টি পোস্টারের জন্য পুরস্কার ও স্মারক বই প্রদান করা হয়। ছবি: লেখক
প্রদর্শনীর মূল বিষয় ছিল ‘সচেতনতাই পারে মানবাধিকার, আইন ও লিঙ্গবৈষম্য দূর করতে’। ছবি: লেখক
৯ ফেব্রুয়ারি ব্লাস্টের সেফ স্পেস গ্রুপ জবির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের শারীরিক চর্চা কেন্দ্রের উন্মুক্ত স্থানে দিনভর পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি: লেখক
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছবি: লেখক
সমাজে মানবাধিকার এবং জেন্ডার বিষয়টি যে খুবই গুরুত্বপূর্ণ, তা এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। ছবি: লেখক