Thank you for trying Sticky AMP!!

জাতীয় পরিচয়পত্র সেবা বন্ধ

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ৩১ মার্চ পর্যন্ত ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আজ বৃহস্পতিবার ইসি সচিব মো. আলমগীর সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সচিব বলেন, অনেক প্রবাসী দেশে এসেছেন। তাঁদের অনেকে ভোটার হতে উপজেলা কার্যালয়ে যান। তাঁদের মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে এই আশঙ্কায় ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।