Thank you for trying Sticky AMP!!

জাবিতে কম্বল পেল সুবিধাবঞ্চিত শতাধিক শিশু

সুবিধাবঞ্চিত শতাধিক শিশুকে কম্বল উপহার দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ জানুয়ারি। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরীর সুবিধাবঞ্চিত শতাধিক শিশুকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনটির স্বেচ্ছাসেবীদের অভিজ্ঞতা সনদ দেওয়া হয়। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এসব দেওয়া হয়েছে। এ ছাড়া তরীর দশকপূর্তি আয়োজন ঘিরে কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে একজনকে দেওয়া হয়েছে সেরা স্বেচ্ছাসেবী পুরস্কার।

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নম্বর গ্যালারিতে এসব কার্যক্রমের উদ্বোধন করেন তরীর প্রধান উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সরকার এবং রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ। অনুষ্ঠানে তিনি বলেন, ‘তরী প্রতিষ্ঠার শুরু থেকেই সমাজের অবহেলিত ও ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করছে। তাদের নানা চাহিদা ও প্রয়োজনীয়তা মেটাচ্ছে। আমি তরীর সঙ্গে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’

সনদ নিচ্ছেন এক স্বেচ্ছাসেবী তরুণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ জানুয়ারি। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরীর প্রতিষ্ঠাতা ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরফুদ্দিন মুহাম্মদ আবু ইউসুফ। আর অতিথি হিসেবে ছিলেন তরীর উপদেষ্টা, সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, তরী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেলুর রহমান, প্রচার সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদিক হোসেন, তরীর সভাপতি রেখা আক্তার, সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম প্রমুখ।