Thank you for trying Sticky AMP!!

জামালপুরে এক দিনে চিকিৎসকসহ ২৮ জন করোনায় আক্রান্ত

জামালপুরে এক দিনে নতুন করে এক চিকিৎসকসহ ২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৪৪ জন কোভিড–১৯–এ আক্রান্ত হলেন। আজ সোমবার সকালে জামালপুরের ডেপুটি সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান এ তথ্য জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ময়মনসিংহের করোনা পিসিআর ল্যাব থেকে কয়েক দফায় পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে ২৫ জন এবং জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে তিনজনের করোনা পজিটিভ ফল এসেছে। তাঁদের মধ্যে জামালপুর সদরে তিনজন, মেলান্দহে ২১ জন, বকশীগঞ্জে একজন, সরিষাবাড়ীতে দুজন ও দেওয়ানগঞ্জ উপজেলায় একজন রয়েছেন। তাদের মধ্যে একজন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

ডেপুটি সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান প্রথম আলোকে বলেন, আগের আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসায় তাদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ এসেছে।