Thank you for trying Sticky AMP!!

জামালপুরে নারীর মৃত্যু, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

জামালপুরের মেলান্দহ উপজেলার একটি এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে ওই নারীর মৃত্যু হয়। তবে করোনা সন্দেহে রাত সাড়ে ১০টার দিকে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

ওই নারী মেলান্দহের একটি গ্রামের বাসিন্দা। তিনি ১০ দিন আগে উপজেলার অপর একটি এলাকায় তাঁর ছোট বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, দুপুরে ওই নারী মাথা ঘুরে ও বমি করে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরে করোনার উপসর্গ ছিল না বলে জানান পরিবারের সদস্যরা। তবে গ্রামবাসীর মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
ফজলুল হক আরও বলেন, যে নিয়মে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়, ওই নারীর ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।