Thank you for trying Sticky AMP!!

জামালপুর জেলা লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার রাত নয়টা থেকে জামালপুর জেলা লকডাউনের (অবরুদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত হওয়ার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন সূত্র জানায়, জামালপুর জেলায় এ পর্যন্ত দুজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও করোনায় আক্রান্ত রোধে এই জেলা লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রথম আলোকে বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে জামালপুর জেলার চারদিক থেকে ‘লক’ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য জেলার সঙ্গে জামালপুরের যেসব সংযোগ সড়ক রয়েছে, তা বন্ধ করে দেওয়া হবে। এ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। সেখানে সব বিষয় উল্লেখ থাকবে।