Thank you for trying Sticky AMP!!

জাহাজের কনটেইনার থেকে ধোঁয়া, বন্দরে আতঙ্ক

চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ানোর পরই সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজের একটি কনটেইনার থেকে ধোঁয়া বের হলে আতঙ্ক তৈরি হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় বন্দরের নিউমুরিং টার্মিনালে এ ঘটনা ঘটে।

এমন সময়ে এ ঘটনা ঘটেছে, যার ঘণ্টা দেড়েক আগে বন্দরের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি প্রতিনিধিদল।

বন্দর সূত্র জানায়, আমদানি পণ্যবাহী ৪৭১ একক কনটেইনার নিয়ে আসা এমভি কোটা রাজিন জাহাজটি বিকেলে বন্দরের নিউমুরিং টার্মিনালের ২ নম্বর জেটিতে ভেড়ানো হয়। পণ্য খালাস শুরু হলে হঠাৎ জাহাজটির একটি কনটেইনার থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের কর্মীরা গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে দ্রুত কনটেইনারটি জাহাজ থেকে নামিয়ে নিরাপদে সরিয়ে নেয়। কনটেইনারটিতে প্রাণিখাদ্য রয়েছে।

সিঙ্গাপুরের পতাকাবাহী এই জাহাজের স্থানীয় প্রতিনিধি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন (বিডি) লিমিটেড। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, কনটেইনারটি নামিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো সমস্যা হয়নি।