Thank you for trying Sticky AMP!!

জাহাজভাঙা কারখানায় দগ্ধ আরও দুজনের মৃত্যু

সীতাকুণ্ডের কুমিরায় জাহাজভাঙা কারখানায় (শিপব্রেকিং ইয়ার্ড) দগ্ধ আট শ্রমিকের মধ্যে আরও দুজন আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনে।

গত শনিবার শীতল এন্টারপ্রাইজ নামের একটি ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে তাঁরা দগ্ধ হয়েছিলেন।
আজ মারা যাওয়া দুজন হলেন মোকসেদুল আলম (২৬) ও আল আমীন (২০)। মোকসেদুলের শরীরের ৩০ ভাগ ও আল আমীনের ২৪ ভাগ পুড়ে যায়। এর আগে গতকাল বুধবার খোকন নামে অপর একজন মারা যান।

হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস খালেদ জানান, দুজনের শ্বাসনালি পুড়ে যায়। তাই এঁদের বাঁচানো যায়নি। এখন আরও পাঁচজন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।