Thank you for trying Sticky AMP!!

জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য নেওয়া শেষ হলো। ১৪ জানুয়ারি আসামি পক্ষে জেরার জন্য তারিখ ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে এ বিচারকাজ চলে।

খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে সময়ের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করেন। এরপর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে জেরার এ তারিখ ধার্য করা হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।