Thank you for trying Sticky AMP!!

জীবনের অনেক আয়োজন ছেড়ে...

বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয়। এরপর জানাজার জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় ঈদগাহে ভক্তদের ঢল নামে। পরে ‘এবি’র মরদেহ নিয়ে যাওয়া হয় মগবাজারে তাঁর নিজের স্টুডিও এবি কিচেনে। ছবিগুলো শুক্রবারের।

সকাল সাড়ে ১০টার দিকে আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়
কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর প্রতি সব শ্রেণির মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন
প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভক্তদের ভিড়
শ্রদ্ধা জানাতে এসেছে শিশুটিও
ফুল হাতে অপেক্ষায় এক ভক্ত। আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তিনি
প্রিয় শিল্পীর কফিনবাহী গাড়িটি একটু ছুঁয়ে দেখতে চাওয়া