Thank you for trying Sticky AMP!!

জুম, গুগল মিটের বিল পরিশোধ আলাদা কার্ডে

জুম

করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে সরাসরি আলোচনা অনুষ্ঠান। জরুরি ব্যবসায়িক কার্যক্রম বা প্রশিক্ষণ নিতে বিদেশে যাওয়াও বন্ধ। তবে থেমে নেই কোনো কার্যক্রম। অনলাইনে চলছে আলোচনা, ব্যবসায়িক বৈঠক বা প্রশিক্ষণ। এর পুরো চাপ গিয়ে পড়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলোর ওপর। জুম, গুগল মিট, স্কাইপ, সিসকো ওয়েবেক্সের মতো প্ল্যাটফর্মের ব্যবহার কয়েক গুন বেড়ে গেছে। তবে দীর্ঘসময়ে জন্য বিনা মূল্যে এসব সেবা পাওয়া যায় না। আবার বাংলাদেশ থেকে এসব প্ল্যাটফর্মের বিল পরিশোধের সহজ ব্যবস্থা নেই।

এ জন্য ব্যাংকগুলোকে এসব সেবার বিল পরিশোধে ‘ভার্চুয়াল কার্ড’ বা ‘এককালীন কার্ড’ ছাড়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এসব কার্ডে সহজেই এসব সেবার বিল পরিশোধ করা যাবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক আলোচনা অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। ব্যাংকগুলো যথাযথ কর পরিশোধ করে এসব সেবার নির্দিষ্ট বিল পরিশোধ করতে পারবে। প্রয়োজনে এসব সেবার বিল পরিশোধের জন্য আলাদা কার্ডও ছাড়তে পারবে ব্যাংকগুলো।

এদিকে অপর এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। তাই বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সেমিস্টার ফি’র টাকা ব্যাংকগুলো ছাড় করতে পারবে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে ক্লাস চলার বিষয়ে নিশ্চিত হতে হবে।