Thank you for trying Sticky AMP!!

জেকেজির সিইও আরিফুল ফের রিমান্ডে

আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি

করোনার নমুনা জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীসহ দুজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

রিমান্ডে নেওয়া অপর আসামি হলেন জেকেজি হেলথ কেয়ারের প্রধান সমন্বয়ক সাঈদ চৌধুরী। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক লিয়াকত আলী এই দুই আসামিকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

ডিবি বলছে, মামলার তদন্তের স্বার্থে সাবরিনা আরিফ চৌধুরী ও তাঁর স্বামী আরিফুল হক চৌধুরীকে মুখোমুখি করা হবে।

ডিবির উপকমিশনার (তেজগাঁও) গোলাম মোস্তফা রাসেল প্রথম আলোকে বলেন, ‌‘আমরা শক্ত ভিত্তির ওপর মামলাটাকে দাঁড় করাতে চাইছি। সে কারণেই আরিফুল হক চৌধুরীকে আবারও রিমান্ডে চেয়েছি।’