Thank you for trying Sticky AMP!!

জেদ্দায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর করোনায় আক্রান্ত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনের এক শ্রম কাউন্সেলর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

করোনায় আক্রান্ত ওই কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। একই সঙ্গে তিনি বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত সব কর্মকর্তাকে স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ওই শ্রম কাউন্সেলর জেদ্দা মিশনে তাঁর ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে আসছিলেন।

মদিনার একটি ক্যাম্পে প্রায় চার হাজার বাংলাদেশি কর্মীকে করোনাভাইরাস পরীক্ষা করানোর জন্য রাজি করাতে সৌদি প্রশাসনের সঙ্গে কাজ করছিলেন ওই শ্রম কাউন্সেলর।

বৈশ্বিক মহামারি করোনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ১১টি দেশে দুই শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন। আর করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৪ জনের। মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।