Thank you for trying Sticky AMP!!

জয়পুরহাটে করোনা রোগী শনাক্ত, জেলা লকডাউন

জয়পুরহাটে প্রথম দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর পরপরই জেলা লকডাউনের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

করোনা শনাক্ত দুজনের বাড়ি জেলার কালাই উপজেলায়। তাঁরা ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।
জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের তানভীর হোসেন বলেন, উপজেলার দুই ব্যক্তি জ্বর-সর্দি নিয়ে ঢাকা থেকে এসেছিলেন। তাঁদের একজনের বয়স (৪২), আরেকজনের বয়স (৪৭)। ১৪ এপ্রিল থেকে তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁদের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। দুজনকে রাতেই প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।