Thank you for trying Sticky AMP!!

জয়পুরহাটে ৫৫০ ছুঁয়েছে কোভিডে আক্রান্ত রোগী

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

জয়পুরহাটে আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫০ জন। তবে এ জেলায় এখন পর্যন্ত কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি।

সিভিল সার্জন সেলিম মিঞা গতকাল শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন। শনাক্ত রোগীদের মধ্যে ২৫৮ জন সুস্থ হয়েছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, শুক্রবার ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টারের ল্যাব থেকে জেলার মোট ২৪০ জনের নমুনার পরীক্ষার ফল এসেছে। তাঁদের মধ্যে ৩৪ জন ‘পজিটিভ’। নতুন শনাক্ত রোগীদের মধ্যে সদর উপজেলার ১৫ জন, কালাইয়ে ৮, পাঁচবিবির ৫ ও আক্কেলপুরে ৬ জন রয়েছেন।

সিভিল সার্জন সেলিম মিঞা জানান, করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের জেলা স্বাস্থ্য বিভাগের প্রাতিষ্ঠানিক আইসোলেশন গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে নেওয়া হবে।