Thank you for trying Sticky AMP!!

ঝালকাঠিতে করোনা রোগী ১০০ ছাড়াল

ঝালকাঠি জেলায় নতুন করে চারজনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়াল। সর্বশেষ প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনায় সংক্রমিত হিসেবে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলার একজন, কাঁঠালিয়ার দুজন ও রাজাপুর উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০১ জনে। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৩ জন।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুয়াল হাসান বলেন, স্বাস্থ্য বিভাগ কোভিড আক্রান্ত ব্যক্তিদের সাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে অসতর্কতা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণের সংখ্যা বেড়ে চলছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে সবাইকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি।