Thank you for trying Sticky AMP!!

টাঙ্গুয়ার হাওর ও জীবন

বাংলাদেশের অন্যতম হাওর টাঙ্গুয়ার হাওর। এটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত। হাওরে এখন থইথই পানি। তবে হাওরের পাড়ের জমি শুকিয়ে গেছে। একেক মৌসুমে হাওরের রূপ একেক রকম। কখনো সবুজ, কখনো রুক্ষ। মৌসুমের সঙ্গে পাল্লা দিয়ে হাওরপারের মানুষের জীবনও বদলায়। শুকনো মৌসুমে এক রকম, বর্ষাকালে আরেক রকম। সর্বোপরি হাওরকে ঘিরেই এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা। হাওরের সঙ্গে তাদের আত্মীয়তা, হাওর তাদের জীবনসংগ্রামের সহায়। টাঙ্গুয়ার হাওরের ছবিগুলো সাম্প্রতিক।

হাওরপাড়ে গাছের সারি। শীত শেষ হতে না হতেই গাছে আসতে শুরু করেছে পাতা।
হাওরকে ঘিরে রয়েছে নানা প্রজাতির বন্য পশু ও পাখি। গাছে বসে আছে এক ঝাঁক শালিক।
ভ্রমণপিপাসুদের স্বাগত জানাতেই যেন দাঁড়িয়ে আছে গাছগুলো।
মাছ শিকারের পর রোদ পোহাচ্ছে এক ঝাঁক পানকৌড়ি।
জীবিকার তাগিদে হাওরে মাছ ধরতে যাচ্ছেন এক তরুণ।
মাঠে গরু চরাতে যাচ্ছে রাখাল শিশু।