Thank you for trying Sticky AMP!!

টেকনাফে ছুরিকাঘাতে রোহিঙ্গা তরুণ নিহত

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় গতাকল শুক্রবার রাতে একটি টমটম ছিনতাই হয়েছে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে টমটমের চালক মো. সলিম উল্লাহ (১৮) নিহত হয়েছেন।

নিহত সলিম উল্লাহ মিয়ানমারের উদ্বাস্তু রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য। এই তরুণ হ্নীলার লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের বি ব্লকের ২০ নম্বর কক্ষের বাসিন্দা হামিদ হোসাইনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে হ্নীলা স্টেশন থেকে খালি টমটম গাড়িটি নিয়ে লেদা রোহিঙ্গা শিবিরে ফিরছিলেন সলিম উল্লাহ। হ্নীলার আলীখালী রাস্তার মাথা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। তারা চালক সলিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সড়কে ফেলে রাখে। এরপর টমটমটি নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে আরেকটি টমটম ঘটনাস্থলে আসে। সেই গাড়ির চালক রক্তাক্ত অবস্থায় সলিমকে উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ রাতেই লাশটি থানায় নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা বলেন, আজ শনিবার সকালে লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।