Thank you for trying Sticky AMP!!

ট্রাকের ছাদ থেকে পড়ে চাপা পড়লেন আরেক ট্রাকের নিচে

প্রতীকী ছবি

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ছুটি ঘোষণা করায় ঢাকা থেকে গাইবান্ধায় যাওয়ার জন্য রওনা দেন তিনি। গণপরিবহণ বন্ধ থাকায় একটি ট্রাকের ছাদে চড়েন। পথে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে ওই ট্রাকের ছাদ থেকে সড়কে পড়ে যান। ওই সময় পেছনে থাকা অপর একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূঞাগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শফিক (২৫)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ডাবেরমোড়া গ্রামের মতিউর রহমানের ছেলে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, ট্রাকের ছাদে চড়ে ঢাকা থেকে ফেরার পথে ছাদ থেকে পড়ে যান শফিক। ওই সময় অপর আরেকটি ট্রাকের চাপায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা আহসান হাবীব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আজ সোমবার সকাল নয়টার দিকে প্রথম আলোকে তিনি বলেন, লাশটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।