Thank you for trying Sticky AMP!!

ট্রাফিক শৃঙ্খলা পক্ষ, প্রথম দিন

>রাজধানীতে আজ মঙ্গলবার থেকে আবারও ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ কার্যক্রম চলবে। তবে সড়কে শৃঙ্খলা ফেরেনি। অন্যান্য দিনের মতোই যানবাহন চালক ও পথচারীদের মধ্যে আইন না মানার প্রবণতা দেখা গেছে। আজ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপও ছিল বেশি, তাই অনেক সড়কে তীব্র যানজট দেখা দেয়। রাজধানীর বিভিন্ন স্থানের ট্রাফিক চিত্র তুলে ধরা হলো।
রামপুরা সেতুর সড়ক বিভাজক ডিঙিয়ে রিকশা পার করার চেষ্টা চালাচ্ছেন চালক।
মধ্য বাড্ডায় যানজট এড়াতে উল্টো পথে মোটরসাইকেল ঢুকিয়ে দিয়েছেন পুলিশের এক সদস্য।
মহাখালীর সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পার হচ্ছেন এক পথচারী।
প্রগতি সরণির বারিধারা অংশে দাঁড় করিয়ে রাখা হয়েছে ‘অগ্রদূত’ বাস।
কানে ইয়ারফোন লাগিয়ে দৌড়ে সড়ক পার হচ্ছেন একজন। কাছেই নতুন বাজার মোড়ের পদচারী-সেতু।
রাজধানীর কাকলী মোড় এলাকা থেকে শুরু করে বনানী ওভারপাস পর্যন্ত বিস্তৃত যানজট।