Thank you for trying Sticky AMP!!

ট্রেনে কাটা পড়ে রেলের কর্মচারীর মৃত্যু, আহত ২

প্রতীকী ছবি । অলংকরণ : মাসুক হেলাল

রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া দুজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবুল হাসেম (৫৪)। আহত ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন (৪৫) ও জহির উদ্দিন (৩৫)। আবুল, দেলোয়ার ও জহির তিনজনই রেলওয়ের কর্মচারী বলে জানা গেছে।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক নুর মোহাম্মদ খান বলেন, আজ কমলাপুর স্টেশনের ৭ নম্বর রেললাইনে মেরামতের কাজ করছিলেন তিন কর্মচারী। এই সময় কমলাপুর স্টেশনে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেন কোনো বিশেষ কারণে পেছনের দিকে যাচ্ছিল। আর এতেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে আবুল হাসেম প্রাণ হারান ও দুজন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।