Thank you for trying Sticky AMP!!

ঠিক সেই ৮টা বাজতেই শুরু মুজিব বর্ষ

বঙ্গবন্ধু রাত ৮টার দিকে জন্ম নিয়েছিলেন। তাই ঠিক ৮টা বাজেই বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে শুরু হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষের অনুষ্ঠান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভের পাশেই আয়োজন করা হয় চোখধাঁধানো আতশবাজি ও লেজার শোর। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘মুক্তির মহানায়ক’। যার মূল আয়োজন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন জাতীয় কমিটি।
রাত ৮টায় আতশবাজির মধ্য দিয়ে শুরু হয় মুজিব বর্ষের অনুষ্ঠান
৩০ মিনিটব্যাপী ছিল এই চোখধাঁধানো আতশবাজি
সঙ্গে ছিল লেজার লাইট প্রদর্শনীও
শিখা চিরন্তনী চত্বরেও ছিল বর্ণিল সাজ
স্বাধীনতাস্তম্ভের চারপাশই ছিল আলোকোজ্জ্বল আয়োজন