Thank you for trying Sticky AMP!!

ডিআইজি মিজানুরের ঘুষ দেওয়ার ঘটনা তদন্তে কমিটি

মিজানুর রহমান

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ঘুষ লেনদেনের ঘটনা তদন্তে কমিটি করেছে পুলিশ সদর দপ্তর।

গতকাল সোমবার এই কমিটি গঠন করা হয় বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

মিজানুরের ঘুষ লেনদেনের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মইনুর রহমান চৌধুরীর (অ্যাডমিন অ্যান্ড অপারেশন) নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত মহাপরিদর্শক (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) শাহাবুদ্দীন কোরেশী ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিয়া মাসুদ হোসেন।

ডিআইজি মিজানুর সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, তাঁর অবৈধ সম্পদ আছে কি না, সে বিষয়টির তদন্তে থাকা দুদকের তদন্তকারী কর্মকর্তা এনামুল বাসিরকে তিনি ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন।

আইনে ঘুষ দেওয়া ও নেওয়া দুটোই অপরাধ।