Thank you for trying Sticky AMP!!

ডিএনএ নমুনা নিতে মর্গে সিআইডি দল

বনানীতে আগুনের ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সিআইডির একটি দল। ছবি: আসাদুজ্জামান

রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহে ঢাকা মেডিকেলের মর্গে এসেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার পর সিআইডির এই দল আসে।

দলটির নেতৃত্বে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালাম। প্রথম আলোকে তিনি বলেন, বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মধ্যে যাঁদের পরিচয় পাওয়া যায়নি, তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করব আমরা। একই সঙ্গে স্বজনদের নমুনাও সংগ্রহ করা হবে।

আবদুস সালাম জানান, চুরিহাট্টায় আগুনের ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের যেভাবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল, একইভাবে বনানীর আগুনের ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। মূলত তাঁদের লাশ শনাক্ত করার জন্যই এই কার্যক্রম।