Thank you for trying Sticky AMP!!

ডিএনডি খালপাড়ের ঝুঁকিপূর্ণ বসতি

রাজধানীর কদমতলী এলাকার ডিএনডি পয়োনিষ্কাশন খালের পাড় ঘেঁষে ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছে অনেক পরিবার। ১ ফেব্রুয়ারি বিকেলে আশা মণি আরও কয়েক শিশুর সঙ্গে ঐ এলাকার মেরাজনগর কলেজ রোডের বাসার পাশের একটি খালি প্লটে বল নিয়ে খেলছিল। এ সময় বলটি খালে ভেসে থাকা আবর্জনার ওপর পড়ে আটকে যায়। সেখান থেকে বলটি তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায় আশা মণি। পাঁচ দিন পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কদমতলী এলাকার রায়েরবাগের খালের পানির নিচে আবর্জনার স্তূপ থেকে শিশুটির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
কদমতলী এলাকায় ডিএনডি খালের সঙ্গে মিশে আছে অনেক ভাড়াটিয়ার জীবনযাত্রা
মেরাজনগর এলাকায় খাল পারাপারের জন্য আছে বাঁশের সাঁকো, শিশুরাও নিয়মিত যাতায়াত করে সেখান দিয়ে
কলেজ রোড এলাকার খালপাড়ের এই বাড়ির শিশু সদস্যটি ঝুঁকি নিয়েই খেলছে
কদমতলীর রায়েরবাগ এলাকার কালভার্টটির চারপাশে ময়লার স্তূপ জমে
সরু খালের অনেক অংশই আবর্জনায় দেখা যায় না
এ রকম ঝুঁকিপূর্ণ বাসার ভাড়াটিয়াদের দীর্ঘদিন ধরে আশা যে খালপাড়ে সীমানাপ্রাচীর করে দেবেন বাড়ির মালিক
মেরাজনগর এলাকার কলেজ রোডে এই রাস্তা আবর্জনার স্তূপ জমে তৈরি হয়ে গেছে