Thank you for trying Sticky AMP!!

ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে মারা যান তিনি।

মারা যাওয়া যুবকের নাম বিপ্লব দাশ (২৫)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীর দেয়াকুল এলাকার সন্তোষ দাশের ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় বিপ্লবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সিট ফাঁকা না থাকায় তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চমেক হাসপাতাল থেকে বের করার ঘণ্টাখানেক পরই আবার তাঁকে সেখানে ফেরত আনা হয়।

চমেক মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ঈমন দাশ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত বিপ্লবকে আজ ভোরে অন্যত্র চিকিৎসার জন্য হাসপাতাল থেকে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। তবে কিছুক্ষণ পরে তাঁকে ফেরত আনা হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭ জন মারা গেছেন। তবে বেসরকারি তথ্য অনুসারে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের কিছু চেয়ে বেশি।