Thank you for trying Sticky AMP!!

ডেঙ্গুতে ইডেন কলেজ ছাত্রীর মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তাঁর নাম ইভা আক্তার (২৪)। গতকাল রোববার রাতে ঢাকার মুগদা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইভা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের খালেক মোল্লার মেয়ে। নদী ভাঙার কারণে তিনি বাবা-মা ও বড় বোনের সঙ্গে ঢাকার আহম্মদবাদে থাকতেন। তিনি ইডেন মহিলা কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী ছিলেন।

ইভার ফুপাতো ভাই মো. ফাহিম শেখ প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার থেকে ইভার জ্বর ছিল। পরের দিন বুধবার ইভাকে ঢাকার মুগদা ক্লিনিকে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ওই ক্লিনিকে ভর্তি রেখেই তাঁর চিকিৎসা চলতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে টঙ্গিবাড়ীর হসাইল গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৮৭। সরকারি-বেসরকারি হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা ও পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে প্রথম আলো মৃত্যুর এই হিসাব পেয়েছে। তবে সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ১৮ জনের।