Thank you for trying Sticky AMP!!

ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কতজন মারা গেছেন, তার সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১১ নভেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে আদালতে এই তথ্য জানাতে হবে।

আজ বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।

গত ২৮ আগস্ট এক আদেশে আদালত ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কাজের অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছিলেন। বুধবার দুই সিটির পক্ষে এই প্রতিবেদন দিতে সময় আবেদনের পর আদালত ১১ নভেম্বর দিন নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু।

গত ৪ জুলাই স্বপ্রণোদিত এক আদেশে ঢাকা সিটিতে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এডিস মশা নির্মূল ও ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই আদেশের ধারাবাহিকতায় আজ এই আদেশ দেন আদালত।