Thank you for trying Sticky AMP!!

ডেমরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় বুধবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হেলাল উদ্দিন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। হেলালের বাবার নাম ইনসান উদ্দিন। হেলাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারি ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবার সূত্র জানায়, হেলাল উদ্দিন পরিবারের সঙ্গে ডেমরা বাজার সংলগ্ন নিজ বাড়িতে থাকতেন। বুধবার রাত পৌনে আটটার দিকে এক আত্মীয়কে নিয়ে হেলাল উদ্দিন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ডেমরার লতিফ বাওয়ানি জুট মিলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খুঁটিতে আঘাত লাগে। সেসময় হেলাল মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লাগে। আহত অবস্থায় তাঁকে রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হেলালের স্ত্রী ও এক ছেলে আছে।

হেলালের স্ত্রীর খালাতো ভাই ইমন প্রথম আলোকে জানান, ‘আমি ও আমার খালাতো দুলাভাই হেলাল উদ্দিন মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলাম। লতিফ বাওয়ানি জুটমিল মিলের মোড়ে রাস্তায় একটি গর্তের মধ্যে মোটরসাইকেলের একটি চাকা পড়ে যায়। এ সময় মোটোরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে আঘাত লাগে। আমি মোটরসাইকেলের পেছনে বসা ছিলাম। আমি লাফ দিয়ে নেমে পড়ি। আমার কিছু হয়নি।’

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হেলালের লাশ ময়নাতদন্তদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চাইলে অনুমতি দেওয়া হবে।’