Thank you for trying Sticky AMP!!

ঢাকার দুই সিটির ভোট: তফসিলের বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহে এ নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

আজ বুধবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) এর সংশোধনী ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন ২০১৯ সংশোধনীর খসড়া চূড়ান্তকরণ, নির্বাচন প্রশিক্ষণ বাজেটের প্রমিতকরণ নীতিমালা, একাদশ সংসদ নির্বাচনের প্রতিবেদন প্রকাশ এবং নির্বাচন কমিশনের কার্যক্রমের ওপর প্রামাণ্য চিত্র প্রকাশের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। তবে আরপিও সংশোধনীর বিষয়টি চূড়ান্ত হয়নি।

ইসি সচিব বলেন, বৈঠকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। আগামী সপ্তাহে কমিশন সভায় এই নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হবে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হবে। এর পেছনে যাওয়ার সুযোগ নেই।