Thank you for trying Sticky AMP!!

ঢাকার ভোট পেছাবে কি না, জানা যেতে পারে কাল

সরস্বতীপূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট গ্রহণের দিন পেছাবে কি না, সে ব্যাপারে কাল মঙ্গলবার আদেশ দিতে পারেন হাইকোর্ট। নির্বাচনে পেছাতে হাইকোর্টে করা এক রিটের শুনানি শেষে আদেশের জন্য কাল দিন ধার্য রেখেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে ৩০ জানুয়ারি। ওই দিন সরস্বতীপূজা অনুষ্ঠিত হবে।  ভোট ও পূজা একই দিনে হওয়ায় বিভিন্ন মহল থেকে ভোট পেছানোর দাবি জানানো হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইতিমধ্যে ভোট পেছানোর দাবি জানিয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও ভোট পেছাতে আজ নির্বাচন কমিশনে গিয়ে দাবি জানিয়েছে।