Thank you for trying Sticky AMP!!

ঢাকার মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকায় মঙ্গলবার সকালে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুমড়ানো লেগুনা। ছবি: কমল জোহা খান

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছে। আহত অন্তত ১২ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন লেগুনার চালক হান্নান (২২), অজ্ঞাত পুরুষ যাত্রী (৬৫) ও তাওহিদ (১০) নামের এক শিশু। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, মায়ের দোয়া নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে সাভারের দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী লেগুনাটি সাভার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মিরপুর বেড়িবাঁধ এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, লেগুনার চালককে যন্ত্র ব্যবহার করে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।