Thank you for trying Sticky AMP!!

ঢাকায় কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যের কারাদণ্ড

রাজধানীর রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে ‘স্টার বন্ড’ নামে পরিচিত কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পরে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে দণ্ড দেন।

র‍্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় র‍্যাব-২-এর কাছে গোপন খবর আসে যে একদল কিশোর সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনার জন্য রায়েরবাজার এলাকায় জড়ো হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত রায়েরবাজার এলাকায় অভিযান চালান।

মিজানুর রহমান জানান, অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কিশোরেরা মাদক বিক্রি ও ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে। র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই কিশোরদের দোষী সাব্যস্ত করেন। প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।

গ্রেপ্তার হওয়া কিশোরদের টঙ্গীর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান মিজানুর রহমান।