Thank you for trying Sticky AMP!!

ঢাকায় বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল ২ জনের

প্রতীকী ছবি

রাজধানীর বাংলামোটরে আজ বৃহস্পতিবার বেপরোয়া গতির একটি বাসের চাপায় মোটরসাইকেলের চালক ও এক পথচারী নিহত হয়েছেন।

নিহত দুই ব্যক্তির নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গত ১ জুন থেকে ঢাকাসহ সারা দেশে বাস চলাচল শুরু হয়। এরই মধ্যে ঢাকায় বাসচাপায় দু্জন প্রাণ হারালেন।

শাহবাগ থানার পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাংলামোটরের ট্রাফিক সিগন্যাল পার হয়ে বিহঙ্গ পরিবহনের বেপরোয়া গতির একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-১৯৯০) চালক পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটির চাপায় ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেলের চালক ও এক পথচারী ঘটনাস্থলে নিহত হন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে বলেন, চালক জাফর মোল্লাসহ বিহঙ্গ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। নিহত দুই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করে পুলিশের এক কর্মকর্তা বলেন, করোনার কারণে বাস চলাচলে স্বাস্থ্যবিধি মানা ও শৃঙ্খলা আনার কথা বলা হলেও তা মানা হচ্ছে না। চালকেরা যে এখনো আগের মতোই বেপরোয়াভাবে বাস চালাচ্ছেন, আজকের ঘটনা তার প্রমাণ।