Thank you for trying Sticky AMP!!

তথ্যপ্রযুক্তি উত্সব শুরু

‘জীবনকে আইটির রঙে রাঙিয়ে দাও’ স্লোগান নিয়ে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি উত্সব। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে তিন দিনের এ উত্সব উদ্বোধন করা হয়। উত্সব হবে ১৮ ও ২০ মে।

‘সিএসই কার্নিভাল’ নামের এ উত্সবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং তথ্যপ্রযুক্তি গবেষণা ও রিসোর্স সেন্টার (আইটিআরআরসি) প্রকল্প।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি ছাড়া বিজ্ঞানের কোনো শাখারই সামনে এগোনো সম্ভব নয়। তাই তথ্যপ্রযুক্তির বিষয়ে আরও গতিশীল ভূমিকা থাকা দরকার; সেই সঙ্গে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন কামরুল আলম খান প্রমুখ।

এ উত্সবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থী ১৭টি দলে বিভক্ত হয়ে কম্পিউটার প্রোগ্রামিং, গেমস,  কুইজ ও প্রজেক্ট উপস্থাপন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।