Thank you for trying Sticky AMP!!

তিন জেলায় পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

পানিতে ডুবে তিন জেলায় পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলাগুলো হলো কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী। আজ মঙ্গলবার এ সব ঘটনা ঘটে।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়া গ্রামে পানিতে ডুবে মারুফ হোসেন (০৫) নামের এক শিশু মারা গেছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। মারুফ হোসেন পশ্চিম কুট্টাপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। পরিবারের লোকজন জানান, আজ দুপুর ১২টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে মারুফ পুকুর পাড়ে খেলছিল। একসময় সবার অজান্তে মারুফ পানিতে পড়ে যায়। বেলা দুইটার দিকে গ্রামবাসী পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করেন। গ্রামের ইউপি সদস্য সাদেক মিয়া প্রথম আলোকে মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার: টেকনাফে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে আবু হারেস (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। হারেস টেকনাফের নতুন পল্লানপাড়ার আবদুল গফুরের ছেলে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, টানা ভারী বর্ষণের ফলে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এর ফলে পাহাড়ি ঢল নেমেছে। ওই ঢলে ভেসে গিয়ে আবু হারেসের মৃত্যু হয়েছে।

পটুয়াখালী: এই জেলার দুই উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি গ্রামে পানিতে ডুবে হাসান (৫) ও রিয়ামনি (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার জানিয়েছে, গ্রামের আজিম আলীর ছেলে হাসান ও পাশের বাড়ির শহিদুল ইসলামের মেয়ে রিয়ামনি সকালে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে দুজনে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে খালে দুই শিশুর দেহ ভেসে উঠলে লোকজন উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা করেন। কমলাপুর ইউপির চেয়ারম্যান মনির মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্য ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে। এই গ্রামের ফজলুল করিম (২) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ সকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি ঘরের চৌকিতে ঘুমন্ত অবস্থায় ছিল। সকাল পাঁচটার দিকে শিশুটি ঘুম থেকে উঠে সবার অগোচরে ঘরের বাইরে চলে যায়। এরপর বাড়ির পেছনের পুকুরে ডুবে তাঁর মৃত্যু হয়।