Thank you for trying Sticky AMP!!

তিন দিনের সরকারি সফরে ঢাকায় মালদ্বীপের উপরাষ্ট্রপতি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিমকে স্বাগত জানান

তিন দিনের সরকারি সফরে আজ সোমবার সকালে ঢাকায় এসেছেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম।

দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ফয়সাল নাসিম বাংলাদেশে সফরে এসেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের উপরাষ্ট্রপতিকে স্বাগত জানান।

দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ছাড়াও ফয়সাল নাসিমের ঢাকা সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মালদ্বীপের উপরাষ্ট্রপতি তাঁর ঢাকা সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করবেন বলে সূত্র জানিয়েছে।

এ ছাড়া সফরকালে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।