Thank you for trying Sticky AMP!!

তিস্তার বালুচরে চাষ

>এক সময় তিস্তা নদীর চরে কোনও আবাদ হতো না। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল ধু ধু বালুচর। এখন সময় বদলেছে। আধুনিক কৃষি উপকরণ ব্যবহার করে বিভিন্ন ফসল চাষ করা হয়।
তিস্তা নদীর চর জুড়ে এখন বাদাম খেত। পানজরভাঙ্গা,কাউনিয়া,রংপুর।
এখন পাটও আবাদ হচ্ছে বালুচরে। পানজরভাঙ্গা, কাউনিয়া, রংপুর।
বালুচরে ধান কাটা ও মাড়াই চলছে। পানজরভাঙ্গা, কাউনিয়া, রংপুর।
বিস্তর চর এলাকাজুড়ে হয়েছে ভুট্টার আবাদ। ইচলি,গঙ্গাচড়া, রংপুর।
জমিতে কাজ শেষে ফিরছেন দুই নারী শ্রমিক। ইচলি,গঙ্গাচড়া, রংপুর ।
বালুচরে সাইকেল ঠেলে ঘাস নিয়ে ফিরছেন তিনি। মহিপুর,গঙ্গাচড়া, রংপুর।
বালুচরে ঘাস। সেখানে গরু চরানো হচ্ছে। ইচলি, গঙ্গাচড়া, রংপুর।
ভুট্টার পাতা গবাদিপশুর জন্য নিয়ে যাচ্ছেন তিনি। মহিপুর,গঙ্গাচড়া, রংপুর।