Thank you for trying Sticky AMP!!

দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো কাঁঠালবাড়ি-শিমুলিয়ার নৌ চলাচল

ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়ার নৌ চলাচল। তবে আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ফেরিগুলোর চলাচলে কিছুটা বেগ পেতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া ঝড়ের কবলে পড়ে মাঝপদ্মায় যানবাহনসহ চারটি ফেরি আটকা পড়ে। সে সময় ফেরিগুলোকে মাঝনদীতে নোঙর করে রাখার নির্দেশ দেওয়া হয়। পরে রাত সাড়ে আটটার দিকে ঝড়-বৃষ্টি কমে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। এরপর ওই চার ফেরিও ঘাটে এসে পৌঁছায়। তবে হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই পারে আটকে পড়েছিল চার শতাধিক যানবাহন।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন মিয়া প্রথম আলোকে বলেন, ‘আবহাওয়া তেমন একটা ভালো না। তবে রাত সাড়ে আটটার দিকে আমরা ফেরি চলাচল শুরু করেছি। ফের ঝোড়ো হাওয়া শুরু হলে ফেরি চলাচল বন্ধ রাখা হতে পারে।’