Thank you for trying Sticky AMP!!

দুরন্ত টিভি সম্প্রচার বন্ধ, সাময়িক বন্ধের পর রেডিও টুডে চালু

এফ আর (ফারুক রূপায়ন) টাওয়ারে আগুন জ্বলছে। বনানী, ঢাকা, ২৮ মার্চ। ছবি: আবদুস সালাম

রাজধানীর বনানীতে বহুতল এফ আর ভবনে আগুন লাগার পর বেসরকারি দুরন্ত টেলিভিশন ও এফএম রেডিও টুডে’র সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে। তবে পরে রেডিও টুডে রেকর্ডেড প্রোগ্রাম সম্প্রচার শুরু করেছে। দুটি সম্প্রচার মাধ্যমের কার্যালয় এফ আর ভবনের পাশেই অবস্থিত।

বনানীর ১৭ নম্বর সড়কের আউয়াল সেন্টারে রেডিও টুডে’র কার্যালয়। আর আহমেদ টাওয়ারে দুরন্ত টেলিভিশনের কার্যালয়। এফ আর ভবনের আগুন লাগার পর থেকে এই দুটি সম্প্রচার মাধ্যমে তাৎক্ষণিক ভাবে সব ধরনের অনুষ্ঠান, খবর প্রচার বন্ধ করে দেয়।

রেডিও টুডের সংবাদ বিভাগের সংবাদ উপস্থাপিকা গাজী হাবিবা আফরোজ প্রথম আলোকে বলেন, তাদের কার্যালয়ে সব ধরনের কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়। তবে পরে রেকর্ডেড অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।

এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে দুরন্ত টেলিভিশনের কার্যালয়।

ফায়ার সার্ভিসের পানির পাইপ লাইন উঁচু করে ধরে উদ্ধার কাজে সহযোগিতা করছে সাধারণ মানুষ। বনানী, ঢাকা, ২৮ মার্চ। ছবি: আবদুস সালাম

টেলিভিশনের কর্মরতরা জানান, আগুন লাগার কিছু সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এরপর অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করা হয়।

এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।