Thank you for trying Sticky AMP!!

দৃষ্টিপ্রতিবন্ধীদের অনশন

>ছয় দফা দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর একাংশ অবরোধ করে আমরণ অনশন করছেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে বিশেষ ব্যবস্থায় দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়োগ দেওয়া এসব দাবির অন্যতম। আজ বুধবার সকাল থেকে চাকরিপ্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে একই দাবিতে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করেছেন তাঁরা।

ছয় দফা দাবির মধ্যে আরও আছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের রিসোর্স শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ওই পদে উপযুক্ত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রুতলেখক নীতিমালা চাকরি পরীক্ষায় মেনে চলার নিশ্চয়তা, স্নাতক ডিগ্রি অর্জনের পর চাকরিতে যোগদানের আগ পর্যন্ত দৃষ্টিপ্রতিবন্ধীদের ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া ইত্যাদি।

আন্দোলনরত কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।
বৈষম্যের বিরুদ্ধে তাঁরা স্লোগান দিচ্ছেন।
মানিক মিয়া অ্যাভিনিউর এক পাশ বন্ধ করে দিয়ে তাঁরা অবস্থান নেন।
অনশনে অংশ নেওয়া এক দৃষ্টিপ্রতিবন্ধী।
স্লোগান দিচ্ছেন এক নারী।