Thank you for trying Sticky AMP!!

দেখি পদ্মার রূপ

‘পদ্মার ঢেউ রে...মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, যা রে...’ পদ্মার ঢেউ, নৌকা, লঞ্চ ও স্রোতের গর্জন এখনো আছে। ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের পথ এই প্রমত্তা পদ্মা। হাজার হাজার মানুষ রোজ এই নদীপথে চলাচল করে। মানুষের এই চলাচলকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাট বা কাওরাকান্দিতে গড়ে উঠেছে ছোট ছোট ব্যবসাকেন্দ্র। লঞ্চে এই পথ পাড়ি দেওয়ার সময় চোখে পড়বে মনোরম নানা দৃশ্য...

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শিমুলিয়া লঞ্চঘাটে মানুষের ভিড়।
পদ্মার বুকে ছুটে চলেছে ফেরিটি।
মাদারীপুরে কাওরাকান্দি ঘাটে ইলিশের দোকান। এখানে ইলিশের প্রতি টুকরা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়।
পদ্মার বুকে তীব্র গতিতে একটি স্পিডবোটের ছুটে চলা দেখছেন লঞ্চের এক যাত্রী।
ওই দূরে চলছে পদ্মা সেতু নির্মাণের কাজ।
লঞ্চের যাত্রীরা বারান্দায় দাঁড়িয়ে নদীর অপরূপ রূপ দেখছেন।
নদীতে কোথাও কোথাও চর পড়ে গেছে। এ কারণে এখন ড্রেজিং চলছে।
দক্ষ হাতে যাত্রী নিয়ে বিশাল প্রমত্তা নদী পাড়ি দিচ্ছেন লঞ্চের চালক।
লঞ্চ থেকে কাওরাকান্দিতে নেমে বাঁশের সাঁকো পেরিয়ে বাস ধরার জন্য ছুটে যাচ্ছেন যাত্রীরা।
ভিয়েতনামি নারকেলের চারা ৫০০ টাকায় কিনেছেন গোপালগঞ্জের এই যাত্রী। তা লঞ্চে করে বাড়ি নিয়ে যাওয়ার অপেক্ষায় তিনি।