Thank you for trying Sticky AMP!!

দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার জন

জাতীয় সংসদ ভবন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ২০২০ সালের অক্টোবর পর্যন্ত দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রহীতা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২ জন।

আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

সরকারি দলের সাংসদ মামুনুর রশীদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা কেনার জন্য এখন পর্যন্ত ১ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৭১ কোটি ৭১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় অর্জন ৩২ দশমিক ৮৭ শতাংশ।

সরকারি দলের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশ থেকে অবমূল্যায়ন বা অতিমূল্যায়নের মাধ্যমে অর্থ পাচারের কিছু অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে। যেসব ক্ষেত্রে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেসব ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। অর্থ পাচার বন্ধে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এসব পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রা বা অর্থ পাচার অনেকাংশে কমে যাবে।

চার অপারেটরের কাছে পাওনা ১৩ হাজার কোটি টাকা
সরকারি দলের সাংসদ শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার জানান, দেশের চারটি মোবাইল অপারেটরের কাছে বিটিআরসির বকেয়া ১৩ হাজার ২২ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা। অপারেটরগুলো হলো গ্রামীণফোন, রবি, সিটিসেল (বর্তমানে বন্ধ) ও রাষ্ট্রায়ত্ত টেলিটক। এগুলোর মধ্যে গ্রামীণফোন ও রবির কাছে বকেয়া অডিট আপত্তিসংক্রান্ত। আর সিটিসেলের বকেয়া উচ্চ আদালত–নির্ধারিত। টেলিটকের কাছে পাওনা থ্রিজি তরঙ্গ বরাদ্দ বাবদ।

সব জেলায় হাইটেক পার্ক
জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেনের প্রশ্নের জবাবে তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ জানান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে দেশের সব বিভাগ ও জেলায় হাইটেক/সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির জাহিদুর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সারা দেশে এক হাজার ব্যাচে ৩৪ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।