Thank you for trying Sticky AMP!!

দেশে করোনায় মৃত্যু সাড়ে তিন হাজার ছাড়াল

করোনাভাইরাস। প্রতীকী ছবি

২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৯৯৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪২ জন। দেশে এ পর্যন্ত ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৫১৩ জন।

গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৫১টি নমুনা। এর আগের দিন ১৪ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়। করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৯ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন।

গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৬ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। মারা যান ৩৩ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৮৬টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি নমুনা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।