Thank you for trying Sticky AMP!!

দেশে করোনা শনাক্ত আড়াই লাখ ছাড়াল

দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা আড়াই লাখ ছাড়াল। এ পর্যন্ত ২ লাখ ৫২ হাজার ৫০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। এ সময়ে ২ হাজার ৮৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৭ জন। গত ২৪ ঘণ্টায় আগেরসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৯টি নমুনা। এর আগের দিন ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়।

আজ শুক্রবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

দেশে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন। নতুন করে মারা যাওয়া ২৭ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ৩ জন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৩ জন।

গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৭ জনের জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। মারা যান ৩৯ জন।

বিফিংয়ের তথ্যমতে, দেশে ৮৪টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি নমুনা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।