Thank you for trying Sticky AMP!!

দেশে ফিরলেন আরও একজন

কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে আরও একজনকে দেশে আনা হয়েছে। তাঁর নাম শেখ রাশেদ রুবায়েত। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে আহত পাঁচজনকে দেশে আনা হলো।

আজ শনিবার দুপুরে রাশেদ রুবায়েতকে ঢাকায় আনা হয়। এর আগে গতকাল শুক্রবার দেশে ফেরেন বিধ্বস্ত ইউএস-বাংলার আহত তিন যাত্রী। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ওই তিনজন হলেন গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা সৈয়দ কামরুন্নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি ও মেহেদি হাসান।

এর আগে আহত যাত্রী রিজওয়ানুল হককে সিঙ্গাপুরে ও শাহরিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শাহরিন এখন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। তাঁদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।