Thank you for trying Sticky AMP!!

দেশে মাস্ক তৈরির ধুম

করোনাভাইরাসের শঙ্কায় দেশে মাস্কের চাহিদা বহু গুণ বেড়ে গেছে। এই চাহিদা মেটাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার অর্ধশতাধিক ছোট-বড় পোশাক কারখানায় মাস্ক তৈরির ধুম পড়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ী-হকারেরা নানান নকশা ও রঙের মাস্ক কিনে নিয়ে যাচ্ছেন।

কারখানার কর্মীরা মাস্ক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
ছোট কারখানায় প্রতিদিন গড়ে ২২০-২৫০ ডজন মাস্ক তৈরি হচ্ছে।
এক গজ কাপড়ে ৪০টি মাস্ক তৈরি করা যায়।
বাড়তি আয়ের জন্য অনেকে অন্য কাজ ছেড়ে মাস্ক তৈরির কাজ করছেন।
চাহিদা মেটাতে কারখানায় বিরামহীনভাবে মাস্ক তৈরি চলছে।