Thank you for trying Sticky AMP!!

দৌলতদিয়া ঘাটে 'ভিআইপি প্রথা' বাতিল করলেন এসপি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিতে বিভিন্ন যানবাহন চলাচলে ‘ভিআইপি প্রথা’ বাতিল করে দিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি)মিজানুর রহমান।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার গাড়ি ট্রাক, বাস ও ছোট গাড়ি পার হয়। এত দিন এসি বাসগুলোকে ভিআইপি হিসেবে সরাসরি দ্রুত পার করা হতো। এ জন্য এসি বাসপ্রতি এক হাজার টাকা করে অতিরিক্ত দিতে হতো। এ ছাড়া প্রতিটি ট্রাক থেকে চাঁদাবাজি করা হতো। চাঁদাবাজির টাকা নেতা-পুলিশসহ বিভিন্নজনের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হওয়ার অভিযোগ দীর্ঘদিনের।

রাজবাড়ীর এসপি মিজানুর রহমান বলেন, সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে প্রথমে ‘ভিআইপি বাস প্রথা’ বাতিল করা হয়েছে। ঘাটে যাত্রীদের সব দুর্ভোগের কেন্দ্রবিন্দু হলো যানজট। এই যানজট বেশির ভাগ সময় সাধারণত কৃত্রিমভাবে সৃষ্টি করা হতো স্বার্থবাদীদের লাভের জন্য। যাত্রীদের দুর্ভোগ কাজে লাগিয়ে নানাজন নানা অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন।