Thank you for trying Sticky AMP!!

ধর্ষককেই প্রমাণ করতে হবে তিনি অপরাধী নন

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিনিধিরা বলেছেন, প্রচলিত ধর্ষণ আইনের সংশোধন ও আধুনিকায়ন করতে হবে। ধর্ষণের শিকার নারীকে নয়, বরং অভিযুক্ত ধর্ষককেই প্রমাণ করতে হবে তিনি অপরাধী নন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধনে নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিনিধিরা এসব কথা বলেছেন। কেন্দ্রের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের কারাতে প্রশিক্ষণসহ আত্মরক্ষার কৌশল শেখা বাধ্যতামূলক করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পর্নো সাইটগুলোয় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক। কেন্দ্রের সদস্য শাহনাজ সিদ্দিকী, দিল রওশন সীমু, দিলরুবা খান, দেলোয়ারা ইয়াসমিন, ফাহমিনা তন্বী, বিউটি আখতার, রূপম আখতার প্রমুখ আলোচনায় অংশ নেন।