Thank you for trying Sticky AMP!!

নতুন শনাক্ত ২ হাজার ২৭৫, মৃত্যু ৫৪

করোনাভাইরাস। প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত দেশে ২ লাখ ২৩ হাজার ৫৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৯২৮ জন।

ব্রিফিংয়ে বলা হয়, নতুন করে মারা যাওয়া ৫৪ জনের মধ্যে পুরুষ ৪০ জন ও নারী ১৪ জন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন।

গতকাল শনিবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৫২০ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৮ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, আগের নমুনাসহ ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

আগের দিন ১০ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ১ হাজার ১১২টি নমুনা।

দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। গত ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘উপসর্গ দেখলেই নমুনা পরীক্ষা করাবেন। কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও নমুনা পরীক্ষা করাবেন। প্রতিটি উপজেলা পর্যায়ে নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে। সতর্ক থাকুন, সাবধানে থাকুন।’